সারাদেশ

ইকবাল হোসেন চৌধুরীর ঈদুল ফিতরের শুভেচ্ছা

সুনামগঞ্জের দিরাই পৌরবাসীসহ দেশবিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দিরাই পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিগত পৌর নির্বাচনে দিরাই পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আত্মশুদ্ধির মাস মাহে রমজানের পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব। ঈদুল ফিতরের প্রত্যয় হলো সকল ভেদাভেদ ভুলে সবাই আপন থেকে আরো আপন হয়ে যাওয়া। এর মাধ্যমে সামাজিক ও ভ্রাতৃত্বভোধের বন্ধন অটুট ও সুদৃঢ় হয়। ঈদুল ফিতরের এই ধারা শুধু ঈদ নয় বছরের প্রতিটি দিনেই অব্যাহত রাখতে হবে। তবে পরিতাপের বিষয় বাংলাদেশে এটি অনুপস্থিত। একজন রোগাক্রান্ত মুমূর্ষু মানুষের প্রতিও আমাদের প্রতিহিংসার কোন কমতি নেই। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণতন্ত্রের মুর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি গুরুতর অসুস্থ। অথচ তাঁর মৌলিক অধিকার চিকিৎসা থেকেও তিনি বঞ্চিত। দেশের সর্বত্র বিচারের বানী আজ নিভৃতে কাদঁছে। আমাদের প্রত্যাশা সরকার রমজান থেকে সংযমের শিক্ষা নিয়ে আমাদের নেত্রীকে অচিরেই এমন অবস্থা থেকে পরিত্রাণ দিবে। পবিত্র ঈদুল ফিতরের মর্মবাণী সবার মাঝে ধারণ করতে হবে। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap