
জামালগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সেলিমগঞ্জে সোনার বাংলা উপ-স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ১৬ নভেম্বর দুুপুরে সোনার বাংলা উপস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গনে ডাঃ নিয়াজ মুর্শেদ এর পরিচালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিসর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট -সুনামগঞ্জ সংরক্ষিত সংসদীয় আসন ২১ এর এমপি এডঃ শামীমা আক্তার খানম , জেলা সিভিল সার্জন আশুতোষ দাস , জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা ইউসুফ আল-আজাদ, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল। আরো বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, জামালগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আঃ লীগের সিনিয়র সহ- সভাপতি করুনা সিন্ধু তালুকদার, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, মুক্তিযোদ্ধা এডঃ আসাদউল্লাহ সরকার , যুগ্ম- সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা আঃলীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন , ফেনারবাঁক ইউনিয়ন আঃ লীগ সভাপতি নুরুল হুদা চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পরে আওয়ামীলীগের নেতৃত্বে দেশকে পুন:গঠনের লক্ষ্যে রাজনৈতিক সফর হিসেবে জামালগঞ্জের সেলিমগঞ্জ বাজারে আসেন। এই স্থানকে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য সোনার বাংলা হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এই জরাজীর্ণ হাসপাতালটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়াঁয় বঙ্গবন্ধুর পদধুলির ফসল হিসেবে বর্তমান আধুনিক সোনার বাংলা উপ- স্বাস্থ্য কেন্দ্র উপহার দিয়েছেন।
বিশেষ অতিথি এমপি শামীমা আক্তার খানম বলেন, সোনার বাংলার সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আসুন- তৃনমূলের সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। সোনার বাংলা হাসপাতালের পরিচর্চা ও সুষ্ঠ ব্যবস্থাপনার দায়িত্ব সবাইকে নেওয়ার আহবান জানান।