জাতীয়

দিরাইয়ে ঝুলন্ত বিদ্যুৎ লাইনে স্পৃষ্ঠ হয়ে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

দিরাই প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের পূর্বপাড়া খালে অপরিকল্পিত বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টীলের নৌকায় থাকা দুজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় এঘটনা ঘটে। নিহতরা হলো ব্রাক্ষণবাড়িয়া জেলার সড়াইল উপজেলার পানেশ্বর গ্রামের নবাব মিয়ার ছেলে মামুন মিয়া (২৮) ও খুরশিদ মিয়ার ছেলে হাবিবুল্লাহ (৩০) । এলাকাবাসী জানান, ভাটিপাড়া গ্রামে ইট বিক্রি করে ফেরার পথে বিদ্যুতের ঝুলন্ত লাইনে নৌকার স্টীলের বৈঠা লেগে ক্যাবল ছিড়ে স্টীলের নৌকা ও পানিতে বিদ্যুতায়িত হয়ে যায়। এরফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু ঘটে।

নিহতদের সঙ্গীয় সুজন মিয়া ওরফে উকিল মিয়া ও বাচ্চু মিয়া বলেন, সকালে আমরা নৌকায় রাখা ইট বিক্রি করতে পুর্ব হাটির খালে নৌকা নিয়ে ঘাটে ভিড়িয়ে কিছু মাল তুলি। ফেরার পথে বিদ্যুতের নিচু লাইনে নৌকার বৈঠা লেগে নৌকার সারং মামুন মিয়া কারেন্ট লেগে পানিতে পড়ে যায়, তাকে উদ্ধার করতে হাবিবুল্লাহ পানিতে ঝাঁপ দেয় এবং চিৎকার দিয়ে বলে পানিতেও কারেণ্ট, এরপর সে ডুবে যায়। এলাকাবাসীর সহযোগীতায় অনেক খোঁজাখুজি করে মৃত অবস্থায় হাবিবুল্লাহকে উদ্ধার করা হয়।

নৌকায় থাকা সুজন মিয়া ও বাচ্চু মিয়া বেঁচে থাকলেও কিছু বলতে পারবনা বলেই কান্নায় ভেঙ্গে পড়ছেন ও মাঝে মাঝেই মুর্ছা যাচ্ছেন।

ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে শতশত নারীপুরুষ ঘটনাস্থলে ভিড় করে। এলাকাবাসী অভিযোগ করে বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন এতই নিচু দিয়ে নেয়া হয়েছে যে, হেঁটে গেলেও মানুষের মাথায় লেগে যাওয়ার সম্ভাবনা। এই বিষয়ে এলাকাবাসী দিরাই বিদ্যুৎ অফিসের লোকজনদের বারবার জানালেও ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানায় এলাকাবাসী ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নবাগত আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী বিপ্লব রায় বলেন, আমি এলাকায় নতুন এসেছি, সহকারী প্রকৌশলীসহ অফিসের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap