জাতীয়

টানা বৃষ্টিতে সুনামগঞ্জ শহরে ভয়াবহ জলাবদ্ধতা

কলম শক্তি ডেস্ক ঃ ১৭ ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে সুনামগঞ্জে। সোমবার রাত ৯টা থেকে বেলা ২ টা পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পৌর শহরে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা, পানিনিষ্কাশনের আধার নষ্ট হয়ে যাওয়াসহ নানা কারণে এখন দুর্ভোগের মুখে নাগরিকরা। বৃষ্টিতে জলাবদ্ধতা ও পানিনিষ্কাশনের অভাবে সুনামগঞ্জ জেলা শহজরের পিটিআই, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বক্ষব্যাধি হাসপাতাল, জেলা পরিষদের রেস্টহাউস, সদর উপজেলা আনসার অফিসসহ কয়েকটি সরকারি অফিসে পানি প্রবেশ করেছে। নাগরিকরা জানিয়েছেন পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর এবং পানিনিষ্কাশনের সকল আধার বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাসা বাড়িতেও পানি প্রবেশ করেছে। রাস্তাঘাট ডুবে আছে পানিতে। এখনো বৃষ্টিপাত অব্যাহত আছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে সোমবার রাত ৯টা থেকে এখ নপর্যন্ত টানা বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২০০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে সুরমা নদীর পানি ১৪ সে.মি. বৃদ্ধি পেয়েছে। এদিকে বৃষ্টির কারণে জনজীবনও স্থবির হয়ে পড়েছে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভূইয়া বলেন, গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০০ মি.মি.। বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap