কলম শক্তি ডেস্ক ঃ দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বোয়ালিয়া কমিউনিটি ক্লিনিকে টেকসই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের আওতায় হাওর এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। দিরাই উপজেলা প্রশাসন আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এসময় সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, দিরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিত দেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকলিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, আরএমও ডাঃ সুমন রায় চৌধুরী, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেডিকেল অফিসারের উপস্থিতিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক সাধারণ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। যেখানে পূর্বে প্রতিদিন ১০-১৫ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হতো। এখন থেকে বোয়ালীয়া কমিউনিটি ক্লিনিকে মাসে একদিন মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান করবেন। সংশ্লিষ্ট কুলঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতিক ফ্যান ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। কমিউনিটি ক্লিনিকের সংযোগ রাস্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ মাধ্যমে সংস্কার করা হবে।
সূত্রঃ বর্তমান সুনামগঞ্জ