সাবেক হয়েও সংসদ সদস্য স্টিকার সম্বলিত গাড়ি ব্যবহার করছেন মতিউর রহমান
কলম শক্তি ডেস্ক ঃ সাবেক হওয়ার প্রায় ছয় বছরে পেরিয়ে গেলেও এখনো সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত জাতীয় সংসদের লগো সম্বলিত স্টিকার গাড়িতে লাগিয়ে ঘুরে বেড়ান সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি। ২০০৯ সালের উপ-নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসন থেকে এমপি নির্বাচিত হন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। যার মেয়াদ শেষ হয় ২০১৪ সালে। কিন্তু এখনো তার ব্যবহৃত (ঢাকা মেট্রো- ঘ ১৫-৩১০০) গাড়ির সাংসদের জন্য সংরক্ষিত স্টিকার লাগানো রয়েছে। আজ (১লা অক্টোবর) সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশেও তিনি এই স্টিকার যুক্ত গাড়ি নিয়ে আসেন তখন উপস্থিত নেতাকর্মীদের অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে হয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান জানান, স্টিকারের বিষয়টি তেমন খেয়াল করা হয়নি। ভূলে হয়তো রয়েগেছে।
সূত্রঃ সিলেট প্রতিদিন