জাতীয়

দিরাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে জাতীয় যুব দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে। উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত যুব দিবস উদযাপন উপলক্ষ্যে যুব র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং ভাটিবাংলা যুব কল্যাণ পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। যুবদের সব ধরনের সহযোগীতার আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলা পরিষদ যুব উন্নয়নে কাজ করবে, কারণ অন্যায়ের প্রতিবাদ করে যুবকরা, সমাজ গড়ে যুবকরা, স্বাধীনতা যুদ্ধে সার্ভভৌম রক্ষায় ঝাপিয়ে পড়েছিল যুবকরা। ড্রাইভিং শিক্ষার উপর গুরুত্ব দিয়ে তিনি আরো বলেন, হাওরাঞ্চলে কোন কর্মসংস্থান নেই, বেকার সমস্যা দুরীকরনে ড্রাইভিং প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফল আত্মকর্মী মোহন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, প্রাণীসম্পদ কর্মকর্তা বাবরা হ্যামলিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌস, তথ্য সেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সোনিয়া, যুব সংগঠক নেজাবুল ইসলাম, ভাটিবাংলা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, কর্ণগাও যুব সংঘের সভাপতি সদরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। যুব দিবস উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর সাতদিন ব্যাপী হাস-মুরগি পালনের উপর প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap