
স্টাফ রিপোর্টার ঃ- একঝাঁক উদ্যমী ক্রিকেটপ্রেমী তরুনদের সমন্বয়ে দিরাই বোয়ালিয়া বাজার এলাকায় আত্মপ্রকাশ হয়েছে ‘কুশিয়ারা ক্রিকেট ক্লাবের। এ-উপলক্ষ্যে শুক্রবার বোয়ালিয়া বাজারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়ালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মিলন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোয়ালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন হাসিম। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা ফজলে রাব্বী, জুয়েল আহমেদ, ডাঃপিন্টু দাশ। নবগঠিত ক্লাবে অধিনায়ক মাহবুব তালুকদার, সহ অধিনায়ক প্রবির দাস মনোনীত হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মাহবুব, জাহিদ, সম্রাট, শাকিল, সাইফুল, সোহেল, ইমন, টিটন, পার্থ, নারায়ন, পরিন্ড, দিপ্ত, নাইম, শুভ্ররোদ্র প্রমুখ।