জাতীয়

সমবায়ীদের স্বাবলম্বী করতে দিরাইয়ে সমবায় বাজার স্থাপন করা হবে – জয়া সেনগুপ্তা এমপি

স্টাফ রিপোর্টার : সমবায়ীদের স্বাবলম্বী করে তুলতে দিরাইয়ে সমবায় বাজার স্থাপন করা হবে আশ্বাস দিয়ে দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, সমবায় মানে সম্প্রীতি সমবায় মানে উন্নয়ন। জয়া সেনগুপ্তা বলেন, সমবায় সমিতি গঠনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধবিদ্ধস্ত দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে সমবায়ী চেতনা জাগ্রত করেছেন, শহরের মানুষ যেসকল সুবিধা ভোগ করছেন গ্রামের মানুষগুলোও যাতে সে সব সুবিধা পায় সেলক্ষ্যে গ্রামীন পরিবেশ ঠিক রেখে গ্রামকে শহরে রুপান্তরের প্রকল্প বাস্তবায়ন করছেন। তিনি আরও বলেন, সমবায়ের মুলভিত্তি হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালবাসা, সমবায়ের মাধ্যমে একটি বিশ্বস্থ সমাজ একটি সুন্দর সমাজ একটি ভালবাসার সমাজ গড়ে তোলা সম্ভব, সমবায়ের মাধ্যমে আর্থিক উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়ন সাধিত হয়। সমবায় একে অপরকে সহযোগীতা শিখায় এবং এক্যবদ্ধ হতে শেখায়। গতকাল শনিবার ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে দিরাই উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা প্রশাসন চত্বওে পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়, র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত ইউএনও বিশ্বজিত দেবের সভাপতিত্বে ও সহকারী সমবায় কর্মকর্তা শিমুল খানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সোহেল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, বিআরডিবির চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি প্রশান্ত সাগর দাস, পল্লী বাংলা সমবায় সমিতির সভাপতি কানু দাস, বলাকা কৃষি সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, দিগন্ত কৃষি সমিতির সভাপতি হোছনা আলী প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ।


Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap