সারাদেশ

৫ শিক্ষার্থীর আজীবন শিক্ষা ব্যয় ও ১৫ শিক্ষার্থীর ভর্তি ফি বহন করবে ভাটিবাংলা

দিরাই প্রতিনিধি : দরিদ্র মেধাবী পাঁচ শিক্ষার্থীর আজীবন শিক্ষা ব্যয় ও এসএসসি উত্তীর্ণ পনের শিক্ষার্থীর কলেজে ভর্তি ফি বাবদ যাবতীয় ব্যয় বহন করার ঘোষণা দিয়েছে দিরাই ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ। শনিবার সন্ধ্যায় সংগঠনের দিরাই প্লাজাস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সংগঠনের সভাপতি আবদাল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান লিকসনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আবুল কাশেম, আশিক সরকার, আক্তার হোসেন, মনোয়ার হোসেন রাজীব, রাকিব আহমেদ, প্রবাল হাসান, কবি মল্লিক, মো. জলিল মিয়াসহ সংগঠনের সদস্যবৃন্দ। সভাপতি আবদাল আলম চৌধুরী জানান, সংগঠনের প্রধান পৃষ্টপোষক ও উপদেষ্ঠা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, শিক্ষানুরাগী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম, পুলিশের ডিআইজি রুকন উদ্দিন রুকন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি ফয়সাল আহমেদ, দিরাই থানার ওসি কে এম নজরুল, ইউপি চেয়ারম্যান রেজুওয়ান হোসেন খান, ডাঃ মিজানুর রহমান মিজানসহ সংগঠনের সদস্যদের সহযোগিতায় এ ব্যয় নির্বাহ করা হবে। এরমধ্য ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম এককভাবে ১০ জন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীর কলেজে ভর্তি ফি প্রদানের পাশাপাশি ৫ শিক্ষার্থীর আজীবন শিক্ষা ব্যয় বহনের অর্থায়নে শামিল থাকবেন। আমরা ইতোমধ্যে ২ জন দরিদ্র শিক্ষার্থী বাছাই করেছি, তারা হলো, দিরাই সুজানগর গ্রামের আবুল কালামের পুত্র ফারহান মিয়া ও কলেজ রোডের আলী হোসেনের পুত্র মোঃ নাজমুল মিয়া। বাকিদের বাছাই প্রক্রিয়াও শীঘ্রই সম্পন্ন করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap