টাকার অভাবে শাবি-তে ভর্তি হতে পারছেননা ঝর্ণা
মেধাবী পিতৃহীন ঝর্ণা আক্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) চান্স পেয়েও পরিবারের আর্থিক দৈন্যদশার কারণে তার লেখাপড়া এখন অনিশ্চিত। সে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আগনরায়ের গাঁও গ্রামের মৃত হারিছ মিয়ার মেয়ে। ঝর্ণা আক্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেছেন। কিন্তু মাত্র ১০ হাজার টাকার অভাবে তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পারছেন না তার পরিবার। এমতাবস্থায় বোনের ভর্তি বাবদ সমাজের ধনাঢ্যদের সহযোগিতা কামনা করেছেন ভাই ইসলাম উদ্দিন। তিনি বলেন, আমরা দুই ভাই আর ৩ বোন। আমরা দুই ভাই কাঁচা মালের ব্যবসা করি আর আমাদের ৩ বোন পড়ালেখা করছে। আমাদের অর্জিত টাকা দিয়ে সংসার চালাতেই হিমসিম খেতে হয়। এমতাবস্থায় আমার বোনের ভর্তি বাবদ টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই সকলের সহযোগিতা কামনা করছি। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ : ০১৭৩৪-৪২৯৯৭৩