জাতীয়সারাদেশ

দিরাইয়ে সিএনজি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে ভয়াবহ সিএনজি দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সুনামগঞ্জ সদর উপজেলার জালালপুর ইউনিয়নের মোল্লারগাঁও ইউনিয়নের মৃত কালা মিয়ার পুত্র মোজাহিদ আলী (৩০)। রোববার সন্ধ্যায় সিলেট ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। কোহিনুর কেমিক্যাল কোম্পানীতে কর্মরত মোজাহিদ আলী ঘটনার দিন গত শনিবার কোম্পানির কাজে সিএনজিযোগে শ্যামারচর বাজার যাবার পথে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হলে ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এনিয়ে দুর্ঘটনায় দুজন নিহত হলেন। এরআগে শনিবার দুপুরের দিকে দিরাই শ্যামারচর সড়কের মিলন বাজার সংলগ্ন দুর্গাপুর এলাকায় সংগঠিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন পীযুশ রায় (৬০), তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের মৃত গোষ্ঠ বিহারী রায়ের পুত্র। দুর্ঘটনার পর এলাকাবাসী হতাহতদের দিরাই হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় মোজাহিদ আলী ও দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসী গ্রামের আল-আমিনের স্ত্রী নাজমা আক্তার (২৪) কে সিলেটে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আহত অপর দুজন ময়মনসিংহের কোতোয়ালি থানার বাবুখানি গ্রামের আসর আলী পুত্র হাফিজুল ইসলাম (২৭) ও দিরাই চরনারচর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত গতু মিয়ার পুত্র শমশের আলী (৬০) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গত শনিবার ৫ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জ থেকে শ্যামারচরের উদ্দেশ্যে রওয়ানা করে, দুর্গাপুর এলাকার পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap