জাতীয়

আইনশৃঙ্খলা কমিটির সভায় জয়া সেনগুপ্তা – আইন মান্য করেই যানবাহন চলাচল করতে হবে

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এলাকার সাংসদ ড. জয়া সেনগুপ্তা বলেছেন,‘ আইন মান্য করেই যানবাহন চলাচল করতে হবে। মানুষের চলাচলে যাতে অসুবিধার সৃষ্টি না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। শহরের বাহিরে সারাদেশে যেভাবে ইজিবাইক, অটোরিকশা চলছে আমাদের এখানেও জনদূর্ভোগ লাগবে সীমিত সংখ্যক চলাচলের ব্যবস্থা করা যেতে পারে, তবে কোনভাবেই লাইসেন্স, ফিটনেস, ও ড্রাইভিং লাইসেন্সবিহীন একটি গাড়িও কোথাও চলতে দেয়া হবে না। তিনি বলেন,অপ্রাপ্তবয়স্ক অদক্ষ কেউ যাতে গাড়ি চালাতে না পারে, সেব্যাপারে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যে ছেলেটি মাকে ভাত বেড়ে দেওয়ার কথা বলে, আর ঘরে ফিরে আসতে পারেনি, এই ঘটনাটি খুবই বেদনাদায়ক। এমন ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে এবং পৌরবাসী যাতে নিরাপদে পথ চলতে পারে সেটা নিশ্চিত করতে হবে। কৃষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যাতে বিনামুল্যে সার বীজ পেতে পারেন, সেব্যাপারে আমি সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবো।

গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন ও সুজন হত্যার ঘটনায় গভীর শোক সমবেদনা জ্ঞাপন করে সভায় শোক প্রস্তাব গৃহিত হয়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার আতাউর রহমান, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুমন রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, এহসান চৌধুরী, মুজিবুর রহমান তালুকদার, আব্দুল কুদ্দুস, রতন কুমার দাস তালুকদার, প্রভাষক সন্দিপন দাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap