খেলাধূলা

মুশফিকের ব্যাটে ধরাশায়ী ভারত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ও ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ দল। ব্যক্তিগত ৭ রান করে চাহারের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন লিটন। এরপর দলের হাল ধরেন সৌম্য ও নাঈম। তবে সেই জুটিতে আঘাত হানেন চাহাল। ২৬ রান করা নাঈমকে ফেরান তিনি। নাঈমের বিদায়ের পর সৌম্যকে নিয়ে দলের স্কোর বাড়াতে থাকেন মুশফিক। তাদের ব্যাটে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু তখনি সাঝঘরে ফিরেন সৌম্য। খলিলের বলে বোল্ড হয়ে ৩৯ রান করে ফিরেন তিনি। অন্যদিকে ব্যক্তিগত ৩৮ রানে বেঁচে যান মুশফিক। মুশফিকের উড়িয়ে মারা বল তালুবন্ধি করতে ব্যর্থ হন ক্রুনাল। অন্যদিকে ৪১ বলে ৬ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় বাংলাদেশ। মুশফিক ৬০ ও মাহমুদউল্লাহ ১৫ রানে অপরাজিত ছিলেন। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap