জাতীয়

ঘুমে ব্যাঘাত হওয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকার অদূরে কেরাণীগঞ্জে শুভ হাসান (৭) নামে এক ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে মাদরাসাশিক্ষক হাফেজ আব্দুল মুক্তাদিরকে (৩২) আটক করেছে পুলিশ। আটককৃত মুক্তাদির কেরাণীগঞ্জ উপজেলার দোলেশ্বর ইসলামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষক। মৃত শুভ হাসান ওই মাদরাসারই ছাত্র ছিল। জানা যায়, গেল শুক্রবার রাতে শিক্ষক হাফেজ আব্দুল মুক্তাদিরের কক্ষের পাশেই হই-হুল্লোড় করছিল ছাত্র শুভ হাসান ও তার ভাই শান্ত হোসেন (৬), জাকির (১০) ও রহমান (৮)। পরে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওই চার ছাত্রকে নিজ কক্ষে নিয়ে স্টিলের পাইপ দিয়ে মারধর করেন। এতে শুভ গুরুতর আহত হয়। পরদিন সকালে শুভর খালা ও তার সহপাঠীরা শুভকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়। মৃত শুভর খালা ঝুমুর আক্তার বলেন, শুভ ও শান্তর বাবা-মা আলাদা থাকেন। তার বাবা আরেকটি বিয়ে করেছেন। পরে ওদের মা আমার কাছে দু’জনকে রেখে সৌদিআরব চলে যান। আমি ওদের দু’জনকে লেখাপড়ার জন্য ওই মাদরাসায় ভর্তি করে দেই। তিনি অভিযোগ করেন, ঘুমে ব্যাঘাত হওয়ায় শিক্ষক মুক্তাদির শুভকে পিটিয়ে মেরে ফেলছে। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই ইমরান উকিল বলেন, এ ঘটনায় মৃত শুভর খালা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদরাসার শিক্ষককে আটক করা হয়েছে। আটককৃত ওই শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারধরের কথা স্বীকার করেছেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap