দিরাই প্রতিনিধি ঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জয়া সেনগুপ্তা এমপি। সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারকে আহবায়ক ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য করা হয়েছে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানকারী উপজেলা বিএনপির সহ সভাপতি হাফিজুর রহমান তালুকদার ও উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মতিউর রহমান মতিকে। এ নিয়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জাহাঙ্গীর চৌধুরী বলেন, বিষয়টি দুঃখজনক। এটি প্রস্তাবিত কমিটি, জেলায় প্রেরণ করা হবে। আমার মনে হচ্ছে জেলা কমিটি যাচাই-বাচাই করে অনুমোদন দেয়ার পরই এর কার্যক্রম শুরু হবে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রদীপ রায় বলেন, সভার শুরুতেই আমি কার্যকরী কমিটির সদস্য ছাড়া সবাইকে সভাস্থল ত্যাগ করার অনুরোধ করা হলেও অনুপ্রবেশকারীরা বের হননি। দিরাইয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ বলেন, যেখানে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে, তা অমান্য করে অনুপ্রবেশকারী হাফিজুর রহমান তালুকদার ও মতিউর রহমান মতিকে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য করে নেত্রীর নির্দেশনাই অমান্য করা হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ একাধিক নেতা বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটিতে দলীয় প্রধানের নির্দেশনা অনুসরণ করা হয়নি, ত্যাগীদের মূল্যায়ন না করে বস্তুত প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা হয়েছে। জেলা কমিটিকে বিষয়টি দেখার জন্য আহবান জানান তারা।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, জগদীশ সামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, লুৎফুর রহমান এওর মিয়া, আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক এ্যডভোকেট অভিরাম তালুকদার, ফজলে রাব্বি, আওয়ামীলীগ নেতা সাদিকুর রহমান চৌধুরী, সাদ উদ্দিন মিয়া, জয় কুমার বৈষ্ণব, এ্যডভোকেট শহিদুল হাসমত খোকন, ধনির রঞ্জন রায়, নুরুল ইসলাম, পরিতোষ রায় ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিকাশ রায়কে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য করা হয়েছে।