দিরাই প্রতিনিধি : দিরাই নতুন কর্ণগাঁও লাল সবুজ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা প্রবাসী আক্তার হোসেনের আয়োজনে ও গ্রামের প্রবাসী কামাল তালুকদার, নাছির উদ্দিন তালুকদারের সহযোগিতায় অনুষ্টিতব্য ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রামের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় সাকিতপুর স্পোর্টিং ক্লাব ও স্বাগতিক নতুন কর্ণগাঁও স্পোটিং ক্লাব। মুর্হুমুহু আক্রমন পাল্টা আক্রমনে জমজমাট ফাইনালের নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হয়। ট্রাইবেকারে সাকিতপুরকে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় নতুন কর্ণগাঁও।
খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শারিরীক ও মানসিক বিকাশ ঘটায়। মানুষের সুস্থ্য থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা অপরিহার্য। তিনি বলেন, দিরাইয়ে ফুটবলের সেই সুদিন এখন নেই। একটা সময় ছিলো ফুটবল খেলা দেখতে মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ঘটতো। ফুটবলের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে যথাসাধ্য কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। এছাড়া গ্রামের লোকজনের মাঠের সমস্যা নিয়ে বক্তব্যের জবাবে উপজেলা চেয়ারম্যান বলেন, খেলতে গেলে মাঠ থাকতে হবে। এজন্য নতুন কর্ণগাঁও গ্রামের খেলার মাঠের সমস্যা অচিরেই সমাধান করা হবে। এজন্য প্রয়োজনে তিনি গ্রামবাসীদের নিয়ে ব্যক্তিগতভাবে হলেও সমস্যা সুরাহার আশ্বাস প্রদান করেন। সভায় নতুন কর্ণগাঁও বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ছানফর উল্লা তালুকদারের সভাপতিত্বে ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুজিব আহমেদেও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. খান উল্লাহ, সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব চৌধুরী, ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদাল আহমেদ চৌধুরী, সহসভাপতি আবুল কাশেম, নির্বাহী সদস্য বাউলিয়ানা ফয়সল, রাজীব আহমেদ, সুর্যমুখী যুব সংঘের সাধারণ সম্পাদক আলী হোসেন। উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি সদরুল ইসলাম, সদস্য জাকারিয়া, মুজিব, নাছির, উজ্জ্বল, আবু সুফিয়ান, মুহিবুর, মনাই, শহীদ, এছন আলী প্রমুখ। এসময় ভাটিবাংলা শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি আবদাল আহমেদ চৌধুরী সংগঠনের প্রধান উপদেষ্ঠা, শিক্ষানুরাগী ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমের পক্ষ থেকে লাল সবুজ স্পোর্টিং ক্লাবে জার্সি প্রদান করার ঘোষণা দেন।