জাতীয়রাজনীতি

দিরাই আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার ঃ দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দিয়েছে জেলা আওয়ামীলীগ। রবিবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারকে আহবায়ক ও সাবেক সভাপতি আলতাব উদ্দিনকে ১নং সদস্য মনোনীত করে ৪৩ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এম. এনামুল কবীর ইমন।

এ-র আগে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্তক্রমে ২১ সদস্যবিশিষ্ট প্রস্তাবিত প্রস্তুতি কমিটি জেলায় প্রেরণ করা হয়। ও-ই প্রস্তাবিত কমিটিতে অনুপ্রবেশকারী বিএনপির দুই নেতা হাফিজুর রহমান তালুকদার ও মতিউর রহমান মতি মিয়ার অন্তর্ভুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ত্যাগী নেতারা। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। জেলা কমিটি মতিউর রহমান মতি কে প্রস্তুতি কমিটি থেকে বাদ দিলেও হাফিজুর রহমান তালুকদারকে রেখেই অনুমোদন দেন কমিটির। ঘোষিত কমিটিতে স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন বলয়ের নেতাকর্মীরা স্থান পাওয়ায় বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তারা আশা প্রকাশ করছেন, একমিটি একটি সফল সম্মেলন আয়োজন করতে সমর্থ হবে।

দিরাই উপজেলা : দিরাই উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আছাব উদ্দিন সরদার। সদস্য, আলতাব উদ্দিন(মাস্টার), প্রদীপ রায়, অ্যাড. সুহেল আহমদ, অ্যাড. আজাদুল ইসলাম রতন, সিরাজউদ্দৌলা তালুকদার, হাফিজুর রহমান তালুকদার, হুমায়ুন রশিদ লাভলু, জাহাঙ্গীর চৌধুরী, মো. মোশারফ মিয়া, মকসুদ আলম, লুৎফুর রহমান(এওরম মিয়া), আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, অ্যাড. অভিরাম তালুকদার, আব্দুল কুদ্দুস(চেয়ারম্যান), হাজী ছাদিকুর রহমান, ছাদ উদ্দিন মিয়া, মারফত মিয়া, জগদীশ সামন্ত, ফারহান চৌধুরী ফারুক, জয় কুমার বৈষ্ণব, দদু মিয়া, ধনীর রায়, সফিক মিয়া, অ্যাড. শহিদুল হাসমত খোকন, শাহরিয়ার আহমেদ শামীম, ফজলে রাব্বী, মো. ফোয়াদ আল নোমান, বিকাশ চন্দ্র রায়, হারুন মিয়া, নুরুর ইসলাম, রঞ্জন কুমার রায়, আব্দুর রশিদ, সেবুল রেজা চৌধুরী, পরিতোষ রায়, শঞ্জু সেন তালুকদার, সৌম্য চৌধুরী, জহিরুল ইসলাম জুয়েল, শামীম হোসেন, মাহবুবুর রহমান সুহেল, শংকর নাগ, শিবলী আহমেদ বেগ, আছদ উল্লা, একরার হোসেন। ২৪ নভেম্বর দিরাই উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap