দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে নবাগত ইউএনও মোহাম্মদ শফি উল্লাহর যোগদান উপলক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা- কর্মচারি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, করিমপুর ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুযান হোসেন খান, জগদল ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, চরনারচর ইউপি চেয়ারম্যান রতন কুমার তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুবুর রহমান, উপজেলা কুষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, দিরাই থানার ওসি কেএম নজরুল, যুবলীগের সভাপতি রঞ্জন রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ইউপি সচিব আবদুল্লাহ প্রমুখ।
পরিচিতি সভায় নবাগত ইউএনও শফি উল্লাহ বলেন, সমৃদ্ধ দিরাই গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত দিরাই উপজেলার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এবং সুন্দর দিরাই গড়তে সকলের সহযোগীতা চান ইউএনও মোহাম্মদ শফি উল্লাহ। ইতোপুর্বে তিনি দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৭ নভেম্বর তিনি দিরাই উপজেলায় যোগদান করেন।
এরপর বেলা সাড়ে ১২ টায় একই স্থানে উপজেলা পরিষদের সাধারণ সভা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।