সাংবাদিক সালেহ চৌধুরীর জন্মদিনে দিরাইয়ে বৃক্ষ রোপণ
দিরাই প্রতিনিধি : বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সালেহ চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে তার জন্মস্থান দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া চৌধুরী বাড়ীসহ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করা হয়েছে। বুধবার বিকেল ৩ টায় দিরাই উপজেলা প্রশাসন চত্বরে গণমাধ্যমকর্মী নাইম তালুকদারের উদ্যোগে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফি উল্লাহ, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী, চনারচর ইউনিয়নের চেয়ারম্যান রতন কুমার তালুকদার, কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, তাড়ল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সুনামগঞ্জ জেলা জেএসডির সাধারণ সম্পাদক মোজ্জামেল হক, আহমদ খান, সমাজ সেবক রায়হান আহমেদ প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন পূর্ব প্রতিক্রিয়ায় অতিথিবৃন্দ বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান লেখক সাংবাদিক মরহুম সালেহ চৌধুরী সাহেব সারা বাংলাদেশের সম্পদ ও মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক ছিলেন। আমাদের দিরাই’র সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে যে কয়জন কীর্তিমান ব্যক্তিত্ব ছিলেন মরহুম সালেহ চৌধুরী তাদের একজন। এই বরেণ্য ব্যক্তির জন্মদিবসে বৃক্ষরোপণের মতো সামাজিক বনায়ন কর্মসূচির প্রশংসা করেন তারা।