স্টাফ রিপোর্টার ঃ দিরাই পৌর সদরের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে অনুষ্ঠিত আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয়ের সহকারি শিক্ষক পুর্নেন্দু চক্রবর্তীর পরিচালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্ডিপুর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা নুর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাস। বক্তব্য রাখেন অভিভাবক ও দিরাই অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সহকারী শিক্ষক শুক্লা রানী, সুকৃতি রানী দাস প্রমুখ। ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন তাসমিয়া আক্তার, আর্য সম্রাট।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। কারণ তুমাদের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। তুমাদের পড়াশুনা করে বড় মানুষ হতে হবে এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে। তোমাদের হাত দিয়েই বাংলাদেশর বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাবে। আলোচনা সভা শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপরকরণ তুলে দেন অতিথিরা।