ইম্পাওয়ার ফাউন্ডেশনের স্যানিটাইজার বিতরণ

বিশেষ সংবাদদাতা ঃ করোনা ভাইরাস সচেতনতায় গরিব ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘ইম্পাওয়ার ফাউন্ডেশন’। বুধবার (১ এপ্রিল) রাজধানীর মোহাম্মাদপুরের কৃষি মার্কেট এলাকায় গরিব ও শ্রমজীবী মানুষ মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে এ সেচ্ছাসেবী সংস্থা। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক রুদ্র মিজান বলেন, গরিব ও শ্রমজীবী মানুষের অনেকেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেও জানেনা। আমাদের সবাইকে মিলে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। গরিব ও শ্রমজীবীরা প্রতিদিন পেটের দায়ে বের হচ্ছেন। তাদেরকে মরণঘাতি করোনা থেকে নিরাপদ রাখতে আমাদের হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কার্যক্রম চালিয়ে যেতে হবে। তিনি বলেন, এ মহামারী করোনা ভাইরাসের জন্য সরকার সারাদেশ লকডাউন ঘোষণা করেছে। এ লকডাউন শুরু হওয়ার পর অনেকেই তিনবেলা খেতে পারছে না। আমরা ইতিমধ্যে কিছু গরিব ও শ্রমজীবী মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। লকডাউন চলাকালীন সময় খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম চালিয়ে যেতে চাই। চাইলে যেকেউ আমাদের সাথে এ কার্যক্রমে সহযোগীতা করতে পারেন। হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইম্পাওয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক রুদ্র মিজান, বিশিষ্টি ব্যবসায়ী মোঃ জুয়েল, ইম্পাওয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ রাজু, ও ইম্পাওয়ার ফাউন্ডেশনের সদস্য ও উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ইমরান খান, সদস্য মোঃ আরিফ,উর্দুভাষী যুব-ছাত্র আন্দোলনের যুগ্ন-সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল,সহকারী প্রচার সম্পাদক মিরাজ আত্তারী, মোহাম্মাদ আলি প্রমুখ। এরআগে মঙ্গলবার বিকালে কাওরানবাজার এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়া রাজধানীর মিরপুরের বিহারী ক্যাম্পে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করেছে এই সেচ্ছাসেবী সংগঠন।