জাতীয়

পুঁথিগত শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হতে হবে – জয়া সেনগুপ্তা এমপি

দিরাই প্রতিনিধি: দিরাই পৌরসদরের সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, কল্যাণমুখী জীবন গড়তে হলে শুধু পুঁথিগত শিক্ষা অর্জন করলেই চলবে না, পাশাপাশি মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হতে হবে, মানবিক গুণাবলি সম্পন্ন শিক্ষায় সুস্থ্য ও সুন্দর সমাজ অর্জিত হয়। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। দৈহিক ও মননশীল বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় হলেই একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। নারী শিক্ষার উপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, একজন সুস্থ্য ও শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে সক্ষম।

মঙ্গলবার বেলা ১ টায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত নবীন বরণ ও অভিভাবক সমাবেশে অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও প্রভাষক নারায়ন আচার্য এবং শিক্ষার্থী রেজুওয়ানা রহমান বুশরা’র যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফি উল্লাহ, পৌর মেয়র মোশাররফ মিয়া, কলেজ পরিচালনা কমিটির নির্বাহী সদস্য প্রদীপ রায়, সিরাজ উদ দৌলা তালুকদার, সোহেল আহমদ। এছাড়াও বক্তব্য দেন ধনীর রঞ্জন রায়, রঞ্জন রায়, সুরঞ্জিত সেনগুপ্ত পলি টেকনিক ইন্সটিটিউট’র অধ্যক্ষ মোঃ শাখাওয়াত হোসেন, প্রভাষক নয়ন দেবনাথ, মারুয়া মাহজুজা, অভিভাবক শেখুল ইসলাম, মোঃ সারোয়ার আলম, শিক্ষার্থী রাফিয়া বেগম, পূর্নিমা সাহা, সুমাইয়া আক্তার, রিপা দেবী প্রমুখ। আলোচনা শেষে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap