স্টাফ রিপোর্টার ঃ গ্রো ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত পৌর সদরের সুরঞ্জিত সেনগুপ্ত পলি টেকনিক ইন্সটিটিউট ও সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গ্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী সৌমেন সেনগুপ্তের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার দুপুরে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি। আনাছ আহমেদের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ইউএনও মো. শফি উল্লাহ, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, পলি টেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, ধনীর রঞ্জন রায়, রঞ্জন রায় প্রমুখ। অনুষ্ঠানে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় মহিলা কলেজে যৌথভাবে প্রথম স্থান অধিকারী একাদশ শ্রেণির ছাত্রী পূর্নিমা রানী সাহা ও রুহি আক্তার চৌধুরী কে প্রথম পুরস্কার ১২ হাজার টাকা করে, দ্বিতীয় স্থান অধিকারী একাদশ শ্রেণির ছাত্রী নাদিয়া চৌধুরী কে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দ্বাদশ শ্রেণির ছাত্রী মাজেদা সুলতানা কে ৮ হাজার টাকা, পলি টেকনিক ইন্সটিটিউটের প্রথম স্থান অধিকারী ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র মো. শিপন মিয়াকে ১২ হাজার, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকারী সিভিল বিভাগের ছাত্র মো. তৌহিদুল ইসলাম মারুফ ও কম্পিউটার বিভাগের ছাত্রী হাবিবা তানজুম সাথী কে ১০ হাজার টাকা করে, তৃতীয় স্থান অধিকারী সিভিল বিভাগের ছাত্র অপ্রজিৎ দাস কে ৮ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।