বিশ্বম্ভরপুরে বিদেশি মদের চালান আটক

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর হতে বিদেশি মদের একটি চালান আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট’র মিডিয়াসেল জানায়, র্যাব-৯’র সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহলদল এএসপি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর’র যৌথ অভিযানে বিশ্বম্ভপুরের চালবন হতে ৬২ বোতল বিদেশি মদের চালান আটক করেছেন। এ সময় উপজেলার রাজাপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে জয়নাল আহম্মেদ, চালবন গ্রামের আবদুল হাসিমের ছেলে আবদুল মতিন, ভাদেরটেক গ্রামের ফজলু মিয়ার ছেলে আল আমিন এ তিন মাদক চোরাকারবারী বিদেশি মাদকের চালান ফেলে কৌশলে পালিয়ে যায়। এদিকে পালিয়ে যাওয়া তিন মাদক চোরাকারবারীর নামে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্রঃ বর্তমান সুনামগঞ্জ