
দিরাই প্রতিনিধি : দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক পরিচালিত বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। এউপলক্ষ্যে শনিবার দুপুর ১২ টায় সংগঠনের দিরাই থানা রোডস্থ কার্যালয়ে সনদ বিতরণপুর্ব আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবক সংগঠনের সভাপতি মো. আশিক মিয়ার সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি, সংগঠনের সাবেক সভাপতি অ্যাডভোকেট সামছুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য গুলজার আহমদ (হারুন মিয়া), বিশিষ্ট মুরুব্বি আবু মিয়া, যুবনেতা সুমন শহীদ, প্রভাষক মিজানুর রহমান পারভেজ। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল আহমদ চৌধুরী, প্রশিক্ষক রতন সুত্রধর, জলি রানী দাস, প্রশিক্ষনার্থী শরীফ রাব্বানী, শাহেদা আক্তার, সাজিনুর রহমান, সালামত খান প্রমুখ।

প্রধান অতিথি অ্যাডভোকেট সামছুল হক চৌধুরী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মনে করতে পারেন যুক্তরাজ্য প্রবাসী মানেই টাকার সমস্যা নাই, বিলাসি জীবন। আসলে আমরা যারা প্রবাসী, প্রবাসে কাজ করলে টাকা আসে, আর সেখানে আমাদের প্রবাসীগণ অনেক কষ্টের কাজ করেন, প্রতিদিন ১৩/১৪ ডিউটি করেন। এ-ই কষ্টার্জিত টাকা দিয়ে ভালো কাজে অংশ নেন। আপনারা যদি এ-ই প্রশিক্ষণ সেন্টার থেকে কিছু শিখে আপনাদের ক্যারিয়ার গঠনে কাজে লাগাতে পারেন তবেই প্রবাসীদের এ-ই ত্যাগ সার্থক হবে। সভাপতির বক্তব্যে মো. আশিক মিয়া বলেন, এ-ই সংগঠনের জনকল্যাণমুলক কাজ পরিচালনা করতে গিয়ে দিরাই শাল্লার যুক্তরাজ্য প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত টাকা অনুদান দিয়ে থাকেন, আমাদের সবারই লক্ষ্য হলো, আমরা প্রবাসীদের এলাকার উন্নয়নে সামান্য হলেও ভূমিকা রাখা। আর তাই আমরা ২০১১ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছি। এরই ধারাবাহিকতায় এই বিনামুল্যের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স। এউদ্যোগে আপনারা যদি উপকৃত হন তবেই আমাদের শ্রম সার্থক হবে। এছাড়া মো. আশিক মিয়া দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উপদেষ্টা, কার্যকরী কমিটি ও সম্মানিত সদস্যদের নাম উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে উত্তীর্ণ ৪০ জন প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
