জাতীয়

পেট্রোল ঢেলে কৃষকের গায়ে আগুন দিলো দুর্বত্তরা

সাতক্ষীরার কলারোয়ায় সুলতান দালাল (৫০) নামে এক কৃষকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কলারোয়া উপজেলার নাথুপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত সুলতান দালালকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কলারোয়া উপজেলার নাথুপুর গ্রামের শহর আলী দালালের ছেলে। আহত সুলতান দালাল জানান, তিনি মাদ্রা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন দুর্বৃত্ত পিছন দিক থেকে এসে তার তার গতিরোধ করে। একজন তার মুখে টর্চ লাইট মারে অপরজন তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তিনি যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কলারোয়া থানার এসআই রাজ কিশোর পাল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম জানান, সুলতানের মুখ ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তার একটি চোখ অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap