জাতীয়

দিরাইয়ে পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে পুলিশের সচেতনতামুলক সভা

দিরাই প্রতিনিধি : দিরাইয়ে পরিবহন মালিক-শ্রমিকদের নিয়ে পুলিশের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিরাই বাসষ্ট্যান্ডে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হোসেন শিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ট্রাফিক জোনের টি আই শামসুল ইসলাম, দিরাই-পাগলা এলাকার ট্রাফিকের টি আই রমজান আলী। উপস্থিত ছিলেন স্পেশাল ব্রাঞ্চের এসআই হারুনুর রশিদ, জয়নাল আবেদীন, এ টি এসআই হামিদুর, সনজিত, পরিবহন মালিক শ্রমিকদের মধ্যে হারুন মিয়া, কনর মিয়া, বাবলু মিয়া, উজ্জ্বল মিয়া, আবদাল হোসেন প্রমুখ। বক্তারা নয়া সড়ক আইন নিয়ে পরিবহন চালক- মালিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। এছাড়া সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন মেনে চলা, যত্রতত্র গাড়ি পার্কিং না করা, বেপরোয়াভাবে যানবাহন না চালানো, ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, চালকদের মাদকমুক্ত থাকতে পরিবহন শ্রমিকদের প্রতি আহবান জানান।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap