সারাদেশ
দিরাইয়ে নিজগ্রামে সংবর্ধিত পুলিশ পরিদর্শক মশিউর

দিরাই প্রতিনিধি – সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মশিউর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় তাঁর জন্মভূমি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রাম উন্নয়ন ফোরামের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। গ্রামের মুরব্বি আব্দুল হেকিম মিয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক আমিনুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন এসআই শাহিনুর রহমান, সুমন আহমেদ, লিটন মিয়া, শাহ আলম, গুলজার আহমেদ, জহুর মিয়া, জুবেদ আহমদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল আলিম, সাবেক মেম্বার আজিজুল মিয়া, নুর মিয়া, আতাউর রহমান, রহিম উদ্দিন, সোনা মিয়া তালুকদার, সামশর মিয়া। সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত পদোন্নতিপ্রাপ্ত মশিউর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।