করোনা সংকটে কর্মহীন মানুষের মধ্যে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার ঃ করোনা সংকটে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ। পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সুরঞ্জিত পুত্র প্রকৌশলী সৌমেন সেনগুপ্তের অর্থায়নে দিরাই পৌর সদরের বিভিন্ন গ্রামের দেড় শতাধিক পরিবারের মধ্যে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ভোজ্যতেল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ১ টি সাবান, ১ টি মাস্ক ও করোনা সচেতনতায় লিফলেট প্রদান করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এসব পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান কাজের সূচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। এসময় উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, স্মৃতি পরিষদের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া, যুবলীগ নেতা লালন মিয়া, শহীদুল ইসলাম টিটু, রিংকু রায়, কামনাশীষ রায়, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ।