কাল দিরাই আসছেন পরিকল্পনা মন্ত্রী ; প্রত্যাশা প্রাপ্তির হিসেব কষছেন এলাকাবাসী
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার বোয়ালিয়া বাজারে অবস্থিত বিবিয়ানা মডেল কলেজ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠান কাল শুক্রবার কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের আগমনকে ঘিরে ব্যাপক প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব কষছেন এলাকাবাসি। দিরাই-জগন্নাথপুর-নবিগঞ্জ- বানিয়াচুং ও শাল্লাসহ পাঁচটি উপজেলার কেন্দ্রবিন্দু বোয়ালিয়া বাজারে প্রতিষ্ঠিত বিবিয়ানা মডেল কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সহিত ভাটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে হাওরাঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখছে কলেজটি। অধ্যক্ষ নৃপেন্দ্র তালুকদার জানান,কলেজটি ৬১ জন শিক্ষর্থী নিয়ে ২০০৫- ২০০৬ সনে শিক্ষাকার্যক্রম শুরু করে। ২০১৩ সালে ডিগ্রী এবং ২০১৭ সালে অনার্স কোসের অনুমোদন পায়। বর্তমানে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ১২০০ ছাড়িয়ে গেছে। শিক্ষার্থীদের চাহিদা মত একাডেমিক ভবন না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে তাই একাডেমিক ভবন নির্মানের প্রয়োজন। এ ছাড়া কলেজের সাথে পুর্নাঙ্গ সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা কলেজে আসতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, নয় কিলোমিটার সড়ক যোগাযোগ স্থাপন করা হলে জগন্নাথপুরসহ পাশ্ববর্তি উপজেলার শিক্ষার্থীরা সহজেই কলেজে আসতে পারবে। পাঁচটি উপজেলার কেন্দ্র বিন্দু বোয়ালিয়া বাজারে একটি হাসপাতালের দাবী দীর্ঘদিনের। এলাকাবাসির প্রত্যাশা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাদের প্রত্যাশা পুরনে সচেষ্ঠ হবেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৫ আসনের মুহিবুর রহমান মানিক এমপি, হবিগঞ্জ-২ আসনের আবদুল মজিদ খান এমপি, সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন এমপি, হবিগঞ্জ-১ আসনের গাজী মোহাম্মদ শানওয়াজ এমপি ও সংরক্ষিত মহিলা আসনের শামীমা আক্তার খানম এমপি। সভাপতিত্বে করবেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফি উল্লা।