জাতীয়

দিরাইয়ে পরিকল্পনা মন্ত্রী ; স্বাধীনতা বিরোধীরা এদেশের অগ্রগতিকে বারবার রুখে দিতে চেয়েছে

দিরাই প্রতিনিধি: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, এদেশ এ মাটি পরের শাসনে ছিলো, বঙ্গবন্ধুর নেতৃত্বে লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি বলেন, তোমরা পরাধীন দেশে জন্মগ্রহণ করোনি, স্বাধীন দেশের আলো বাতাসে বেড়ে উঠছো, তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। দুনিয়া এগিয়ে গেছে বহুদুর, তাদের সাথে যোগ দিতে হবে, এজন্য জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষার প্রয়োজন। এই শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষার চর্চা হবে। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, পেছনের দরজা দিয়ে রাষ্টক্ষমতা কুক্ষিগত করে স্বাধীনতাবিরোধীরা এদেশের অগ্রগতিকে বারবার রুখে দিতে চেয়েছে, সকল অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে দেশ পরিচালনা করছেন, উনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে প্রয়োজন ঐক্যের ও পরিশ্রমের। প্রধানমন্ত্রী পরিশ্রমী, শ্রমজীবি ও খেটে খাওয়া মানুষের কথা ভাবেন, তাদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন।

শুক্রবার বেলা ৩ টায় দিরাই বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজ মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

এরআগে স্বাগত বক্তব্যে বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস, কলেজকে জাতীয়করণ, একাডেমিক ভবন নির্মাণ, নিরাপত্তা দেয়াল নির্মাণ, নদীভাঙ্গন থেকে রক্ষা ও কলেজে শিক্ষার্থীদের যাতায়তের সুবিধার্থে বিভিন্ন রাস্তা নির্মাণের দাবী তুলে ধরেন। অধ্যক্ষের বক্তব্যের সাথে উপস্থিত সংসদ সদস্যগণ একমত পোষণ করে এসব সমস্যা নিরসনে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ’র সভাপতিত্বে ও প্রভাষক মাসুফা তাসনিম মুর্শেদা এবং কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়ার যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দিরাই শাল্লার সাংসদ ড. জয়া সেনগুপ্তা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি। স্বাগত বক্তব্য রাখেন বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস। অনুষ্ঠানের শুরুতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও অন্যান্য অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য পবিত্র মোহন দাস, শিক্ষক শিক্ষার্থী ও কলেজ পরিচালনা পর্ষদ সদস্য্যরা । সংবর্ধনা শেষে কলেজে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap