দিরাই মুক্ত দিবসে বুস্টার্স-এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
স্টাফ রিপোর্টার ঃ ১৯৭১ সালের ৭ই ডিসেম্বর দিরাই উপজেলা পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছিল। এই দিনটির প্রতি শ্রদ্ধাবোধ ও স্মরনীয় করে রাখতে মানবতার প্ল্যাটফর্ম খ্যাত “BOOSTERS” এর অায়োজনে ও রেড ক্রিসেন্টের কারিগরি সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রহন করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর দিরাই সেন মার্কেট লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই কর্মসূচি পালিত হবে। এতে দিরাই উপজেলার সর্বস্তরের জনগনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। প্রধান সমন্বয়ক রাজীব রায় জানান, ১৮ থেকে ৪৫ বছরের যে কোন সুস্থ্য ব্যাক্তি এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ গ্রহন করতে পারবেন। এতে প্রত্যেক রক্ত দাতার অতি প্রয়োজনীয় কিছু শারীরিক পরিক্ষা রেড ক্রিসেন্ট কর্তৃক সম্পাদান করা হবে। যে টেস্টগুলো বাইরে কোন ডায়াগনস্টিক সেন্টারে করতে গেলে কয়েক হাজার টাকা লাগবে। কিন্তু রক্ত দান করলে এই টেস্ট গুলো ফ্রি পাওয়া যাবে। তিনি বলেন, অাপনার দান করা রক্তে থ্যালাসেমিয়া, ক্যান্সার, কিডনি ডায়লোসিসরত রোগীরা নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করবে। এছাড়াও অাপনি এক ব্যাগ রক্ত দেওয়া মানে পরবর্তীকালে অাপনার প্রয়োজনে ডোনার কার্ড প্রদর্শন করলে রেড ক্রিসেন্ট রক্ত দান কেন্দ্র রক্ত পেতে প্রয়োজনীয় সহযোগিতা করবে।
কর্মসূচিতে সহযোগিতায় রয়েছেন ঃ স্বেচ্ছাসেবী সংগঠন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন, দিরাই উপজেলা খেলাঘর, দিরাই ছাত্র কল্যান পরিষদ, দিরাই শাল্লা জনস্বার্থ গ্রুপ, বিশ্বজন রক্তদান সংস্থা ও দিরাই উপজেলার সর্বস্তরের জনগন। পরিষদ, দিরাই শাল্লা জনস্বার্থ গ্রুপ, বিশ্বজন রক্তদান সংস্থা ও দিরাই উপজেলার সর্বস্তরের জনগন। মিডিয়া পার্টনার- কলম শক্তি ডটকম