কলম শক্তি ডেস্ক ঃ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ সুনামগঞ্জ বনাম সুনামগঞ্জ সদর উপজেলার মধ্যে ফাইনাল খেলায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে বিজয় নিশ্চিত করে সুনামগঞ্জ সদর উপজেলা। প্রথার্ধের খেলার ৪০ মিনিটের মাথায় সুনামগঞ্জ সদর উপজেলায় হয়ে প্রথম গোল করেন ১৬ নাম্বার জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় ডিডি। প্রথমার্ধের খেলায় সুনামগঞ্জ সদর উপজেলা ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু’র ৫৬ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার হয়ে দ্বিতীয় গোল করেন ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আফরোজ। যখন সুনামগঞ্জ সদর উপজেলা ২-০ গোলে এগিয়ে তখন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা হয়ে গোল করেন ১০ নাম্বার জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় গ্রীজমেন। পরে দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে পেনাট্রি পেয়ে বসে সুনামগঞ্জ সদর উপজেলা এসময় সদর উপজেলার হয়ে তৃতীয় গোল করে বিদেশী খেলোয়াড় ডিডি। পরবর্তীতে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে ম্যাচের ৮০ মিনিটে দক্ষিণ সুনামগঞ্জের হয়ে দ্বিতীয় গোল করেন ৯ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় ইব্রাহিম। পরে রেফারী’র বাঁশির মাধ্যমে খেলায় বিজয় নিশ্চিত করে সুনামগঞ্জ উপজেলা। খেলা শেষে বিজয়ীদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ জয়া সেনগুপ্তা, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ শামীমা শাহরিয়ার, সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম প্রমুখ। খেলায় রেফারীর দায়িত্বে পালন করেন, ভারত চন্দ্র, মনির হোসেন, রবিউল হোসেন, আতাউর রহমান প্রমুখ।
Related Articles
Check Also
Close-
দিরাইয়ে একই সময়ে বিদ্যুতের অর্ধশতাধিক মিটারে আগুন
সেপ্টেম্বর ২৫, ২০২৩