জাতীয়

দিরাইয়ে দোকানপাটে আড্ডা না দিতে নির্দেশ

কলম শক্তি ডেস্ক ঃ নভেল করোনাভাইরাস প্রতিরোধে সব দোকানপাট, রেস্টুরেন্ট, চা দোকানে সাধারণ মানুষের জনসমাগম, আড্ডা না দিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। শনিবার রাতে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ । এতে বলা হয়, পাড়ামহল্লা, হাটবাজারে বিভিন্ন রেস্টুরেন্টসহ দোকানগুলোতে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দোকানদাররা বিভিন্ন টিভি প্রোগ্রাম সিনেমা ও ভিডিও গেম প্রচারপূর্বক জনসমাগম করছেন, যার ফলে সাধারণ জনগণের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং অপ্রয়োজনীয় সেখানে আড্ডা হচ্ছে। তাই স্থানীয় হাটবাজার, বাসস্টেশন, হোটেল-রেস্তোরাঁয় বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে সিনেমা, প্রোগ্রাম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে উল্লেখিত দোকানগুলোতে সব ধরনের গণজমায়েত ও আড্ডা নিষিদ্ধ করা হলো। আরও বলা হয়, এখন থেকে এ ধরনের সম্প্রচার করলে তাদের বিরুদ্ধে প্রমাণসহ (ছবি ও ভিডিও) স্থানীয় প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে জানানোর জন্য অনুরোধ করা হলো। এদিকে এ বিজ্ঞপ্তি প্রকাশের পরই দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ তার অফিসিয়াল ফেসবুক পেজে উপজেলার সব চায়ের দোকান বন্ধসহ অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে অযথা যাতে কেউ আড্ডা না দেন সেজন্য উপজেলার মানুষের কাছে অনুরোধ করেন। এ ব্যাপারে মো. সফি উল্লাহ বলেন, আমাদের দেশে চায়ের দোকানে বেশি আড্ডা ও জনসমাগম, যা বর্তমান সময়ের জন্য ঝুঁকি। তাই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করেছি, চায়ের দোকান বন্ধ রাখা ও অন্য দোকানগুলোতে জনসমাগম যাতে না হয় বিষয়টি খেয়াল রাখতে বলা হয়েছে ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap