জাতীয়সারাদেশ

দিরাইয়ে অযত্ন অবহেলায় ভেঙ্গে পড়ে আছে গোলচত্বর ; নজর নেই কর্তৃপক্ষের

দিরাই প্রতিনিধি : দিরাই পৌরসভা কর্তৃক নির্মিত শহরের প্রাণকেন্দ্র থানা পয়েন্টের গোলচত্বরটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় ভেঙ্গে পড়ে আছে। চত্বরটি সংস্কারে কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। জানা যায়, বিগত ৬ বছর পুর্বে তৎকালীন পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল শহরের সৌন্দর্য বর্ধন ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গোলচত্বরটি নির্মাণ করেন। বিগত ২ বছর পুর্বে নৈশকোচের ধাক্কায় গোলচত্বরটি ভেঙ্গে পড়ে। এরপর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও গোলচত্বর পুনঃনির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এবিষয়ে জানতে চাইলে দিরাই পৌরসভার প্যানেল মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ রায় বলেন, কালনী ব্রিজের এপ্রোচ, কলেজ রোডের ড্রেন ও সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় গোলচত্বর নির্মাণ কাজ আটকে গেছে। কাজগুলো শেষ হবার পরপরই চত্বরের কাজ সম্পন্ন করা হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap