দিরাই প্রতিনিধি : দিরাই পৌরসভা কর্তৃক নির্মিত শহরের প্রাণকেন্দ্র থানা পয়েন্টের গোলচত্বরটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় ভেঙ্গে পড়ে আছে। চত্বরটি সংস্কারে কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। জানা যায়, বিগত ৬ বছর পুর্বে তৎকালীন পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল শহরের সৌন্দর্য বর্ধন ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গোলচত্বরটি নির্মাণ করেন। বিগত ২ বছর পুর্বে নৈশকোচের ধাক্কায় গোলচত্বরটি ভেঙ্গে পড়ে। এরপর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও গোলচত্বর পুনঃনির্মাণের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এবিষয়ে জানতে চাইলে দিরাই পৌরসভার প্যানেল মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ রায় বলেন, কালনী ব্রিজের এপ্রোচ, কলেজ রোডের ড্রেন ও সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় গোলচত্বর নির্মাণ কাজ আটকে গেছে। কাজগুলো শেষ হবার পরপরই চত্বরের কাজ সম্পন্ন করা হবে।