জাতীয়

নানা কর্মসূচিতে দিরাইয়ে শ্যামারচর পেরুয়া গণহত্যা দিবস পালন

দিরাই প্রতিনিধি ঃ আজ পেরুয়া গনহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে শ্যামারচর, পেরুয়া, উজানগাঁও, দৌলতপুরসহ কয়েকটি গ্রামে অতর্কিতে হামলা চালিয়ে পৈশাচিকভাবে মোট ৩৪ জন নিরীহ মানুষকে হত্যা করে পাক বাহিনীর দোসর রাজাকাররা। ইতিহাসে এটি শ্যামারচর পেরুয়া গণহত্যা দিবস হিসেবে পরিচিত। দিবসটি উপলক্ষে আজ (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্যামারচর বাজারের প্রস্তাবিত স্মৃতিসৌধ সংলগ্ন জেডিঘাটে মোমবাতি প্রজ্বলন, গণহত্যায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরীর সভাপতিত্বে ও জোতির্ময় দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক অমর চাঁদ দাসসহ এলাকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বীরাঙ্গণা, ও স্থানীয় লোকজন। সভায় শ্যামারচর পেরুয়া গণহত্যায় শহীদদের স্মরণে প্রস্তাবিত স্মৃতিসৌধটি সকল প্রতিবন্ধকতা দূর করে স্থাপনের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান স্থানীয়রা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap