দিরাই থানা গ্রুপের ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ ফেইসবুকভিত্তিক সমাজসেবী সংগঠন দিরাই থানা গ্রুপ (ডিটিজি) এর পক্ষ থেকে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রুপের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ফখর উদ্দিন ও উপদেষ্ঠা সাব্বির খানের সহযোগিতায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বিভিন্ন ফুটবল ক্লাবের মধ্যে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বেলা ৩ টায় ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে বিররণপুর্ব আলোচনা সভায় গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বকুল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল এস এম সায়েম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সৈয়দ তহুর আলী, বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আফাজ উদ্দিন, সমাজকর্মী মোঃ আল আমিন, গ্রুপের উপদেষ্টা আখলাক হোসেন, বস ক্লাবের সভাপতি কামরুল হাসান মিটু, সোনালি ক্লাবের অধিনায়ক জাহেদ হাসান, ফুটবলার রিফাত, নাজমুল হুদা কিবরিয়া। এসময় উপস্থিত ছিলেন, গ্রুপের অর্থ সম্পাদক মহাদেব দাস অনিক, প্রচার সম্পাদক ইমন খান, সদস্য তোফায়েল প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্লাবের অধিনায়কদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।