দিরাইয়ে সরকারি খাল দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা ঘর
নিজস্ব প্রতিনিধি ঃ- দিরাই পৌর সদরের বাসষ্ট্যান্ড থেকে দক্ষিণে চামটি নদী পর্যন্ত বিস্তৃত সরকারী খালটি শহরের পানি প্রবাহের অন্যতম জলাদ্বার। বর্ষা মৌসুমে শহরের কলেজ রোড, আনোয়ারপুর, কুসুমবাগ, হাসপাতাল, হারান পুর, বাজারের আংশিক এলাকার বৃষ্টির জমে থাকা পানি এই খাল দিয়েই চামটি নদী হয়ে হাওরে নেমে যায় । খালের পাড়ে দিরাই-শাল্লা মহাসড়কের সড়ক ও জনপথের ভূমিতে কাঁচা ঘর নির্মাণ করে কয়েক বছর ধরে বাস করছেন কয়েকটি পরিবার। এমনি একটি পরিবার প্রধান জনৈক বিজয় বিশ্বাস। বিজয় বিশ্বাস সওজের ভূমি দখল করেই ক্ষ্যান্ত হননি। সড়কের লাগোয়া খালের অর্ধেকাংশ দখল করে নির্মাণ করছেন বিশাল পাকা ঘর। বিষয়টি গত ১৯ নভেম্বর লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়কে অবহিত করা হলেও অদ্যাবধি কোন ব্যবস্থা গ্রহণ করেনি উপজেলা প্রশাসন। গতকাল সরেজমিন পৌরসভার ৭নং ওয়ার্ডের হারানপুর নতুন পাড়া এলাকায় গিয়ে দেখা যায় দিরাই-শাল্লা সড়কের পশ্চিমপাশ দিয়ে বহমান খালের অর্ধেকাংশ দখল করে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। কয়েকজন শ্রমিক পুরোদমে কাজ করছেন। খালের বৃহৎ অংশ জুড়ে স্থায়ীভাবে নির্মাণ করছেন পাকা স্থাপনা। নির্মাণ কাজের শ্রমিকরা জানান, আমাদেরকে বিজয় বিশ্বাস দালান নির্মাণের কাজে লাগিয়েছেন। আজ প্রায় ২০দিন যাবৎ এখানে কাজ করছি। এসময় বিজয় বিশ্বাসকে পাওয়া যায়নি, তাঁর স্ত্রী জানান, এ জায়গা আমাদের নয়, সরকারী জায়গায় আমরা বসবাস করি। একটু ভালভাবে থাকার জন্য পাকা ঘর বানাচ্ছি। সরকার ভেঙ্গে দিলে আমরা চলে যাব। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি উল্লাহ বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই, আমি খবর নিয়ে দেখছি। সরকারী খাল দখল করে স্থাপনা নির্মাণের কোন সুযোগ নেই।