জাতীয়সারাদেশ

দিরাইয়ে ইউপি চেয়ারম্যান রতন’র বিরুদ্ধে পরিষদের অনাস্থার পর এলাকাবাসীর মানববন্ধন

দিরাই প্রতিনিধি ঃ- দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাসের অনিয়ম, দুর্নীতির বিচার দাবী করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শ্যামারচর বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। আওয়ামীলীগ নেতা প্রসন্ন কুমার দাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পরিতোষ রায়, আওয়ামীলীগ নেতা কালাই মিয়া, ইউপি সদস্য আরজ আলী, চন্দন দাস, ইউনুস মিয়া, সত্যবান বিশ্বাস, দীপ্তি রানী দাস প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শ্যামারচর বাজার এলাকা প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি থেকে নির্বাচিত চেয়ারম্যান রতন কুমার দাস কতিপয় অসাধু লোকদের সুযোগ সুবিধা দিয়ে নিজের আখের গুছিয়ে নিয়েছেন। তার অনিয়ম দুর্নীতির কারণে কাঙ্খিত উন্নয়ন থেকে এলাকাবাসী বঞ্চিত হলেও চেয়ারম্যান নিজের উন্নয়ন ঠিকই করে নিয়েছেন। ছোট্র কুঁড়েঘর থেকে তিনি এখন বিশাল অট্রালিকায় বসবাস করেন। তার কাছে জিম্মি পরিষদের সকল সদস্যরা। আওয়ামীলীগ সরকার দেশব্যাপি ব্যাপক উন্নয়ন করলেও সরকারকে সাধারণ মানুষের মাঝে বিতর্কিত করার জন্য আমাদের এলাকাকে উন্নয়ন বঞ্চিত করে বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছেন চেয়ারম্যান। অনৈতিক সুবিধাভোগী কিছু লোক তাকে পরোক্ষভাবে সহযোগীতা করছেন। এসব অনৈতিক সুবিধাভোগীদের চিহ্নিত করণ এবং বিচারের দাবিতে এলাকাবাসীকে নিয়ে দূর্বার আন্দোলনেরও ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে। উল্লেখ্য গত ২৮ নভেম্বর দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিষদের ১২জন সদস্য স্বাক্ষরিত অনাস্থাপত্র দাখিল করা হয়। পরিষদের সদস্যদের অনাস্থা প্রস্তাবে উঠে আসা অনিয়ম দুর্নীতির খবরে বিক্ষুব্ধ হয়ে উঠেন এলাকাবাসী।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap