জাতীয়

দিরাইয়ে পানি সেচ করে শুকানো হচ্ছে জলমহাল ; শতাধিক কৃষকের বোরো চাষ হুমকিতে

স্টাফ রিপোর্টার ঃ দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুড়িয়ারপাড়ে গজারিয়া বিল নামক জলমহালে মৎস আহরণের জন্য সেচ পাম্পের মাধ্যমে পানি শুকিয়ে ফেলা হচ্ছে। এতে জলমহালের চতুর্দিকে দরিদ্র কৃষকদের বোরো জমি চাষ হুমকিতে পড়েছে। এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছেন সাবেক ইউপি সদস্য আবুবক্কর সাগর। আবেদন ও একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, গ্রামের প্রভাবশালী ইউপি সদস্য আঙ্গুর মিয়া ও ১৭ মামলার আসামী আব্দুল মালিক ওরফে মালেক ও তাদের লোকজন দুইটি সেচ পাম্পের মাধ্যমে দিনরাত পানি সেচ করছেন। এই পানি পার্শ্ববর্তী কৃষকদের জমিতে না দিয়ে অনেক দুরে অন্য হাওরে ফেলছেন। তারা বলছেন, গ্রাম্য বিরোধের জের ধরে আঙ্গুর মিয়া গং ইচ্ছেকৃতভাবে জমি চাষে বিঘ্ন ঘটাতে পানি দূরে ফেলে দিচ্ছে। এতে প্রায় শতাধিক কৃষকের জমি চাষ হুমকিতে পড়েছে। এদিকে আবেদন পাওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ’র নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন তাড়ল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবুবকর খান। সেখানে ঘটনার সত্যতা দেখতে পেয়েছেন জানিয়ে আবুবকর খান কলম শক্তি ডটকমকে বলেন, ইউএনও স্যারের নির্দেশে আমি ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা দেখতে পেয়ে স্যারের নির্দেশ জানিয়ে সেচ পাম্প বন্ধ করে আসি। এভাবে পানি সেচ করে অন্যত্র ফেলে দেয়া হলে পানির অভাবে কৃষকের জমি চাষ বিঘ্নিত হবে। এছাড়া জলাশয় সেচের মাধ্যমে শুকিয়ে ফেলা আইনত নিষিদ্ধ। আমি ইউএনও স্যারকে পুরো বিষয়টি জানিয়েছি।

(ছবি- প্রতীকী)

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap