দিরাইয়ে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের বিদায়ী অনুষ্ঠান

দিরাই প্রতিনিধি ঃ- বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড অনুমোদিত ‘বিহা কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট’ (বিসিটিআই) পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৩৮তম ব্যাচের প্রশিক্ষনার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় দিরাই উপজেলা রোডস্থ প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স হলে বিসিটিআই স্টুডেন্ট ফোরামের উদ্যোগে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্টুডেন্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, প্রেসক্লাব কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, ফেইসবুকভিত্তিক সংগঠন দিরাই শাল্লা জনস্বার্থে গ্রুপের প্রতিষ্ঠাতা মো. শাহকামাল, আশিক মিয়া, মাওলানা এনামুল হক, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রশিদ চৌধুরী, সাজ্জাদ আহমদ, মিলি আক্তার, সাবিনা বেগম, আসাদ আহমদ, মোহাম্মদ তারেক উসামা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিসিটিআই এর নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ আল আমিন। উল্লেখ্য, জাতীয় দক্ষতামান ৩৬০ ঘন্টা মেয়াদী ৩৮ তম ব্যাচের এই প্রশিক্ষণ কোর্সে মোট ৮০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। বক্তারা বলেন, বিসিটিআই কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত হওয়ায় এখানে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা নিজের ক্যারিয়ার গঠনে সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে।