সারাদেশ
পিতাহারা শিশুপুত্রকে হারিয়ে শোকে বিহ্বল মা, সন্ধান কামনা

দিরাই প্রতিনিধি ঃ সোহাগ মিয়া(১০), পিতা মৃত খোকন মিয়া, গ্রাম মজলিশপুর, ৬নং ওয়ার্ড, দিরাই পৌরসভা। সে দিরাই পৌরসভার শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। আজ শুক্রবার বেলা ৩টার দিকে মজলিশপুর হেলিপ্যাড মাঠে খেলা করার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। পিতাহারা সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল মা। সন্তানকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। ছেলেটির সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট থানা পুলিশ কিংবা পরিবারের লোকদের জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজ সোহাগের মামা রিপন। মিয়া। যোগাযোগ – ০১৭৪৯০১২০৪৫।