সারাদেশ

দিরাই মুক্ত দিবসে বুস্টার্সের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

দিরাই প্রতিনিধি : ৭ ডিসেম্বর দিরাই মুক্ত দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন বুস্টার্সের আয়োজনে ও মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের কারিগরি সহায়তায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন কর হয়েছে। দিরাই সেন মার্কেটের সামনে সকাল ১০টায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। এ সময় উপস্থিত ছিলেন বুস্টার্সের সভাপতি ডা: প্রশান্ত তালুকদার, প্রধান সমন্বয়ক রাজীব কুমার রায়, ফাহাদ মোহাম্মদ, যুক্তরাজ্য প্রবাসী মো. শাহকামাল, রেড ক্রিসেন্টের কর্মকর্তা কমল পাল প্রমুখ। রক্তদান কর্মসুচি পরিদর্শন করেন দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কলম শক্তি ডটকম সম্পাদক মোশাহিদ আহমদ, দিরাই সরকারি কলেজের প্রভাষক মিজানুর রহমান পারভেজ, সমাজকর্মী ইমদাম সরদার, আহমেদ জুবায়ের, ছাত্রনেতা শরীফ রাব্বানী, সুফিয়ান সরদার মিলাদসহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দ। রক্তদান কর্মসূচীতে স্থানীয়ভাবে সহযোগিতা করেছে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজন, ফেইসবুকভিত্তিক সংগঠন দিরাই শাল্লার জনস্বার্থে। মিডিয়া পার্টনার অনলাইন সংবাদ মাধ্যম কলম শক্তি ডটকম। উল্লেখ্য, আয়োজকরা জানান, তাদের এই উদ্যোগে সাড়া দিয়ে ১০১ জন্য নারী পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap