সারাদেশ
দিরাইয়ে সরকারিভাবে আমন ধান সংগ্রহ শুরু

দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে চলতি বছরে সরকারিভাবে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকরা সরাসরি এই ধান বিক্রয় করছেন দিরাই সরকারি খাদ্য গুদামে। শনিবার সকাল ১১ টায় দিরাই খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ। এসময় উপস্থিত দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুল ইসলাম, দিরাই খাদ্য গুদামের এলএসডি আব্দুস সামাদ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন। এলএসডি আব্দুস সামাদ জানান, কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ২৬৮ জন কৃষকের কাছ থেকে জনপ্রতি ১ টন আমন ধান সংগ্রহ করা হবে ।