জাতীয়

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সুনামগঞ্জের পাগলা-রানীগঞ্জ আউশকান্দি মহসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ভপুর শেখপাড়া নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। চলন্ত মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া(আমবাড়ি) গ্রামের আব্দুল হকের ছেলে মটর সাইকেল চালক মোর্শেদ মিয়া (৩০) এবং একই গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে শারজান মিয়া(২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে জগন্নাথপুর থেকে রানীগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটর সাইকেলের ২ আরোহী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap