দিরাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

দিরাই প্রতিনিধি : ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ‘ স্লোগান নিয়ে সারদেশের ন্যায় দিরাইয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ। এরপর উপজেলা প্রশাসন চত্বর থেকে দুর্নীতিবিরোধী র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ রোডে মানববনব্ধন ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিস আহমেদ প্রমুখ।