জামালগঞ্জে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

জামালগঞ্জ প্রতিনিধিঃঃ “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জামালগঞ্জে ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে র্্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল এর সভাপতিত্বে জেসিস কর্মকর্তা নাজমুন নাহার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা খানম প্রমূখ। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর লক্ষী রানী দাস ও সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে জয়িতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।