সারাদেশ
জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

জামালগঞ্জ প্রতিনিধিঃঃ ” আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ ” স্লোগান নিয়ে জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৯ পালন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, মৎস্য কর্মকর্তা অমিত পান্ডে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি অন্জন পুরকায়স্থ, সহ সভাপতি আয়েশা খানম, সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী প্রমুখ।