সুনামগঞ্জের সেই নারী অটোরিক্সা চালক ‘শ্রেষ্ঠ জয়িতা’

কলম শক্তি ডেস্ক ঃ সুনামগঞ্জে নারী অটো রিকশা চালক’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সেই চালক যাত্রী রানী দত্ত ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নুতন উদ্যেমে জীবন শুরু’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেয়েছেন। সোমবার সকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পান তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক, সুনামগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ। উল্লেখ্য, চলতি বছর মার্চ মাসে যমুনা টেলিভিশন, দৈনিক দেশ রূপান্তর, জাগো নিউজ, দৈনিক কালেরকণ্ঠ, ইনডিপেনডেন্ড টিভি, দৈনিক সুনামকণ্ঠসহ বিভিন্ন পত্রিকা টেলিভিশন যাত্রী রাণী দত্তকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়। পরে সারাদেশে নারী অটো রিকশা চালক হিসেবে পরিচিত পান যাত্রী রানী দত্ত।